বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকায় আসছেন পোপ

November 29, 2017 | 8:05 am

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রাস্নিস। তিনি বৃহস্পতিবার দুপুর ৩টায় ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন।

শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে ভাতিকান দূতাবাসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পূন্যপিতা পোপ ফ্রাস্নিস।

বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিগ্রন্থে স্বাক্ষর করবেন। এরপর বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ।

বিজ্ঞাপন

শনিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশ্যে রওনা দিবেন।

এর আগে মিয়ানমারে তিনদিনের সফরে এসে এক ভাষণে পোপ প্রতিটি জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও ঐক্যের ডাক দিয়েছেন। যদিও ‘রোহিঙ্গা’ শব্দটি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। এখন দেখার বিষয় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের কিভাবে অ্যাখায়িত করবেন।

সারাবাংলা/ আরসি /এমএইচটি/ নভেম্বর ২৯,২০১৭

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন