বিজ্ঞাপন

রমা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

September 3, 2018 | 2:04 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় সোমবার শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে তার ত‍্যাগ ও সংগ্রামের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে রমা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারান তিনি। এ সময় নিজের সম্ভ্রমও হারান রমা চৌধুরী। পুড়িয়ে দেওয়া হয় তার ঘর-বাড়ি। একাত্তরের জননী, এক হাজার এক দিনযাপনের পদ্য এবং ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথসহ ১৮টি বই লেখেন তিনি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সোমবার ভোরে রমা চৌধুরীর মৃত্যু হয়।

সারাবাংলা/একে

রমা চৌধুরী আর নেই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন