বিজ্ঞাপন

৬৬ শতাংশ মানুষের আস্থায় শেখ হাসিনা, ৮১ শতাংশ ভোট দিতে প্রস্তুত

September 4, 2018 | 1:40 pm

দেশের ৬৬ শতাংশ মানুষের আস্থায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে তারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সরাসরি সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া দেশের ৬৪ শতাংশ মানুষ মনে করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই দেশের জন্য শ্রেয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এই জরিপ চালিয়েছে। গত ১০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে জরিপটি চালানো হয়।

জরিপে আরও দেখানো হয়েছে, দেশের ৮১ শতাংশ নাগরিকই আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছেন ৪৯ শতাংশ ভোটার। আর ৫১ শতাংশ মানুষ দেশে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাশীল।

গবেষণা প্রতিবেদনটি গত ৩০ আগস্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সার্ভে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আশানুরূপ পথে এগিয়ে চলেছে। দেশের ৬২ শতাংশ মানুষই এমনটা মনে করেন। আর অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট রয়েছেন ৬৯ শতাংশ দেশবাসী। আর ৪৯ শতাংশ মানুষ তাদের অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে আশাবাদী।

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে : মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন