বিজ্ঞাপন

হামলাকারীদের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

September 5, 2018 | 4:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বুধবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টায় এই কর্মসূচি শুরু হয়। তবে বেলা ৩টা ৪২ মিনিটে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়ে পানি পান করিয়ে সাংবাদিদের অনশন ভাঙান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সেদিন যে ঘটনা ঘটেছে তার মামলা নিয়েছে পুলিশ। এর যথাযথ তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের ধরার চেষ্টা চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না।’

সারাবাংলা/এমএমএইচ/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন