বিজ্ঞাপন

এসপি মিজানের বিরুদ্ধে দুদকের ২ মামলা

September 5, 2018 | 7:30 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ও তার স্ত্রী নীপা মিজানের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় এ দুটি মামলা দায়ের করেন। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে এ দুটি মামলা হয়েছে। মামলার এজাহারে রাজধানীর তেজগাঁও এলাকায় একাধিক ফ্ল্যাট ও গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানের নামে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা ও তার স্ত্রী নীপা মিজানের নামে ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

তার অবৈধ সম্পদ নিয়ে আরও ব্যাপক অনুসন্ধান চলবে বলেও জানা গেছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন