বিজ্ঞাপন

২০১৮ সালে ‘বিরাট’ রেকর্ডের সামনে কোহলি

September 8, 2018 | 4:21 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ভারতের উজ্জ্বল নক্ষত্র বলা হচ্ছে বিরাট কোহলিকে। ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গেও মাঝেমধ্যে তাকে তুলনা করা হয়। দুই বাহুতে যেভাবে উল্কি দিয়ে হাত ঢাকছেন, তেমনি ভাবে পারফরম্যান্স দিয়ে ক্রিকেটের অনেক রেকর্ডের চাদরেও নিজের নাম ঢেকে দিচ্ছেন। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর কোহলি অনেক সফলতা এনে দিয়েছেন ভারতকে। ২০১৮ সাল শেষ হওয়ার আগেই কোহলি আরও কিছু ‘বিরাট’ রেকর্ডের সামনে।

ভারতের রান মেশিনের সামনে রয়েছে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ। ২০০২ সালে ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড় টেস্ট সিরিজে করেছিলেন রেকর্ড ৬০২ রান। যা কোনো ভারতীয় ব্যাটসম্যান ভাঙতে পারেনি। দ্য ওয়াল খ্যাত দ্রাবিড় ১৬ বছর আগে ৬ ইনিংসে ১০০.৬৩ ব্যাটিং গড়ে সেই রান করেছিলেন। এবার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে কোহলি করেছেন ৫৪৪ রান। এখনও দুটি ইনিংস খেলার সুযোগ পাবেন কোহলি। ১৬ বছরের রেকর্ড ভেঙে দিতে কোহলির দরকার মাত্র ৫৮ রান।

ওয়ানডেতে কোহলি করেছেন ৯ হাজার ৭৭৯ রান। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। খেলেছেন ২১১ ম্যাচ, ২০৩ ইনিংস। ওয়ানডেতে ৩৫ সেঞ্চুরির মালিক কোহলি দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন এ বছরই। দ্রুততম দশ হাজারি ক্লাবে ঢুকতে রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার। ২০০১ সালে ওয়ানডে ক্যারিয়ারের ২৫৯তম ইনিংসে ইন্দোরে ১০ হাজার রান স্পর্শ করেন শচীন। ২০৩ ইনিংস খেলা কোহলির দরকার আর মাত্র ২২১ রান। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। সেখানেই হয়তো কোহলি গড়বেন দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড।

বিজ্ঞাপন

চলতি বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল করেছেন সর্বোচ্চ ২ হাজার ২৭১ রান। কোহলি এই তালিকায় রয়েছেন চার নম্বরে। ভারতীয় এই অধিনায়কের নামের পাশে রয়েছে ২ হাজার ১০২ রান। এ বছর ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন কোহলি। গাপটিলকে ছাড়িয়ে এ বছর সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের মালিক হতে কোহলির দরকার ১৬৯ রান। তবে, গাপটিলেরও সুযোগ থাকছে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার। নিউজিল্যান্ড এ বছর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে পর্যন্ত কোহলি করেছেন ৬ হাজার ৯৮ রান। সুযোগ পাচ্ছেন দুটি ইনিংসে ব্যাট করার। এরপর দেশের মাটিতে কোহলি সুযোগ পাচ্ছেন আরও দুটি ম্যাচ খেলার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে পারবেন আরও তিনটি টেস্ট ম্যাচ। ৭ হাজার টেস্ট রানের জন্য খুব একটা কষ্ট হবে না ভারতীয় এই রান মেশিনের। তাতে এক ক্যালেন্ডার ইয়ারেও রেকর্ড রানের মালিক হবেন তিনি। এ বছর এখন পর্যন্ত ৮ টেস্ট খেলে সর্বোচ্চ ৮৩০ রান করেছেন কোহলি। দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কারাম করেছেন ৬৬০ রান।

ভারতের হয়ে ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ টেস্টে দ্রুততম ৭ হাজার রান করেছিলেন ১৩৪ ইনিংসে। সেখানে কোহলি এখন পর্যন্ত খেলেছেন ১২০ ইনিংস। ৯০২ রান করলেই কোহলি ধরে ফেলবেন সাদা পোশাকের ৭ হাজার রানের মাইলফলক। তাতে, হয়তো ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে শেওয়াগের দ্রুততম ৭ হাজার রানের মাইলফলক টপকে যাবেন কোহলি।

বিজ্ঞাপন

২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরের কথা ভুলবেন না কোহলি। সেবার টেস্ট সিরিজে সর্বোচ্চ ৬৯২ রান করেছিলেন ভারতীয় এই রান মেশিন। যা ছিল কোনো ভারতীয় ব্যাটসম্যানের জন্য এক সিরিজে সর্বোচ্চ রান। ২০১৮ সালেই আবারো অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত, খেলবে তিন ম্যাচ টেস্ট সিরিজ। তাতে কোহলির সুযোগ থাকছে আরেকটি রেকর্ড গড়ার। ভারতীয় ব্যাটিং গ্রেট ৫১ টেস্ট সেঞ্চুরির মালিক শচীন অস্ট্রেলিয়ানদের বিপক্ষে করেছিলেন সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি, যা এখনও কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরি। সুনীল গাভাস্কার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি। কোহলির নামের পাশেও আছে ৫টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়া সফরে হয়তো ৬ ইনিংস খেলার সুযোগ পাবেন ভারতীয় বর্তমান অধিনায়ক, তাতে একটি সেঞ্চুরি করে গাভাস্কারকে টপকে শচীনকে ছুঁয়ে ফেলবেন ২৩ সেঞ্চুরির বর্তমান মালিক কোহলি। সেটা এই ২০১৮ সালেই।

সারাবাংলা/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন