বিজ্ঞাপন

ভারতে এসে শাড়ি পরলেন সোফিয়া

December 31, 2017 | 10:10 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

যেমন দেশ তেমন আচার মেনেই বোধ হয় ভারতে এসে শাড়ি পরেছেন রোবট সোফিয়া। শুধু শাড়িই পরেননি, অংশ নিয়েছেন নানা অনুষ্ঠানেও।

শনিবার (আইআইটি বোম্বে টেকফেস্ট)-এ অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করেন সোফিয়া। সেখানে প্রায় ৩ হাজার  শিক্ষার্থী অংশ নেয়।

বিভিন্ন জনের নানা প্রশ্নেরও উত্তর দিয়েছেন। শাড়ি পরা সোফিয়াকে একজন সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলে সোফিয়া তাকে না করে জানান, ‘দুভার্গবশত আমি এই প্রস্তাবে সাড়া দিতে অক্ষম তবে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ।’

বিজ্ঞাপন

সেখানে ভারত সম্পর্কে সোফিয়া বলে, ‘এ দেশে আসা আমার বহু দিনের স্বপ্ন ছিল। এ দেশের ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। সিলিকস ভ্যালিতে ভারতীয়দের উল্লেখযোগ্য অবদান রয়েছে। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের বিনিয়োগ আমাকে বিস্মিত করে।’

সোফিয়া আরো জানায়, ‘আমার মনে হয় রোবটের কাজ মানব জাতিকে সাহায্য করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শান্তিপূর্ণ সভ্যতার চাবিকাঠি হতে পারে। আমাকে মানুষের মতো করে তৈরি করা হয়েছে, যাতে এই সমাজের আদব কায়দা রপ্ত করতে পারি।’

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন