বিজ্ঞাপন

বর্ডার হাট বাড়ানোর পরিকল্পনা

September 10, 2018 | 7:03 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় আরও বর্ডার হাট বসানোর পরিকল্পনা রয়েছে। দুই দেশের পণ্য বিক্রি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্ডার হাট বসানো একটি ভালো সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে যেসব হাট বসছে সেগুলোতে দুই দেশের ব্যাপক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি হয়। আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন, ওই সফরেই বর্ডার হাটের বিষয়টি আলোচনা করা হবে।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বর্ডার হাট বসানোর সিদ্ধান্তকালেই বলা ছিল ১২টি পয়েন্টে বর্ডার হাট বসবে। যদিও সব জায়গায় বসানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আরও কয়েকটি জায়গায় বর্ডার হাট বসানোর প্রস্তাব গ্রহণ করেছি। তবে শুধু আমরা বললেই হবে না, ভারতের সম্মতি লাগবে। আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে এলে বর্ডার হাটের বিষয়টি আলোচনা করা হবে। ভারতের সম্মতি পেলে উপযুক্ত জায়গায় বর্ডার হাট বসানো হবে।

ভারতের বাণিজ্যমন্ত্রী আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন