বিজ্ঞাপন

ডিএমপি থেকে খালি হাতে ফিরেছে বিএনপি

September 11, 2018 | 3:02 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বুধবার পূর্বঘোষিত অনশন কর্মসূচির অনুমতির জন্য ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে গিয়ে অনুমতি না পেয়ে খালি হাতে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান।

প্রতিনিধিদলটি সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে, পরে অনুমতি না পেতে ফিরে আসে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার কার্যালয় থেকে বেরিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএমপিতেই অবস্থান করেছি। কিন্তু আমাদের সঙ্গে ডিএমপি কমিশনার দেখা করেনি। আমাদেরকে বলা হয়েছে উনি (ডিএমপি কমিশনার) মিটিংয়ে আছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করতে চায় দলটি।

ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করে বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন