বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৯ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

September 11, 2018 | 4:51 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মোংলা ফেয়ারওয়ের অদূরে বঙ্গোপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা ৯ জন জেলেকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ এর আগে, গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া স্বাধীন-৩ নামক একটি ট্রলার বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ তুরাগ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ৯ জন জেলেকে সমুদ্রে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে।

স্বাধীন-৩ ট্রলারে মোট ১২ জন জেলে ছিলেন। বাকি তিন জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া জেলেরা হলেন— মো. হানিফ (৪০), মো. আবুল কালাম (৪২), মো. জাকির হোসেন (৪৭), মো. সুজন (২৮), মো. রুবেল (২৮), মো. মুসা (২২), মো. জাকারিয়া (১৬), মো. কবির (৪২) ও মো. মনির (২০)। তারা সবাই বরগুনা জেলার পাথরঘাটা থানার কাতারতলী গ্রামের বাসিন্দা।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন