বিজ্ঞাপন

রাজাকারদের তালিকা করতে উদ্যোগ নেওয়া হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

September 11, 2018 | 10:32 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ থেকে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক জানিয়েছেন, রাজাকার, আলবদর ও মানবতাবিরোধী অপরাধীদের তালিকা প্রকাশের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. ইয়াসিন আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। এদিন বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের নাগরিক সুবিধা সংকোচনের কোনো পরিকল্পনা আছে কি না প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী মানবতাবিরোধী রাজাকার, আলবদর, আল-সামসদের পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। তবে তালিকা করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির রাজাকার ও মানবতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করছে সরকার। ফলে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আল-সামস-এর একটি সঠিক তালিকা প্রণয়ন এখন সময়ের দাবি, বলেন মন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন