বিজ্ঞাপন

দুই মেয়াদে ভূমি থেকে রাজস্ব এসেছে ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ টাকা

September 11, 2018 | 11:10 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ থেকে: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছেন, বর্তমান সরকারের দুই মেয়াদে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ অর্থবছরে সারাদেশে ভূমি থেকে রাজস্ব আদায় হয়েছে ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ ৩ হাজার ৫০ টাকা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী এই তথ্য জানান।

শামসুর রহমান জানান, সারাদেশে ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা ৪ হাজার ৭৬৭টি। ইউনিয়ন ভূমি অফিস রয়েছে ৩ হাজার ৪৫৭টি। ১ হাজার ৩১০টি ইউনিয়নে ভূমি অফিস নেই। তবে ১ হাজার ৩১০টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমদনের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয় ২২৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬১৪ টাকা। ২০১০-১১ অর্থবছরে ২৪৪ কোটি ৪১ লাখ ৬৪ হাজার ৯২১ টাকা, ২০১১-১২ অর্থবছরে ২৮২ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৩০৮ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ২৯৪ কোটি ৩২ লাখ ৫১ হাজার ১৮৩ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩৫৬ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ২০২ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৮০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৮২ টাকা,২০১৫-১৬ অর্থবছরে ৫২৭ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২২০ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ৬৭৪ কোটি ৪৯ লাখ ১২ হাজার ১০৪ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ ০৩ হাজার ০৫০ টাকা।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের অরেক প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ১ লাখ ৪৯ হাজার ৭৮৬.০৯৩৯ একর খাস (কৃষি ও অকৃষি) জমি বণ্টন করেছে।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন