বিজ্ঞাপন

‘রাস্তা দাপিয়ে বেড়ানো আলেকজান্ডাররা কারা?’

September 12, 2018 | 4:07 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : পুলিশ সড়কের শৃঙ্খলা ফেরাতে যত কঠোর পদক্ষেপেই নিক না কেন তা রাজনৈতিক নেতাকর্মীরা মানছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আইন অমান্যকারীদের গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘রাস্তা দাপিয়ে বেড়ানো আলেকজান্ডাররা কারা? পুলিশ কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? ঢাকা-সাভার সহ সারাদেশে একই চিত্র। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।’

বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ১১তম সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ পলিটিক্যাল কাউকে কিছু বলে না, এটা কেমন কথা! ঝাঁকে ঝাঁকে আলেকজান্ডার দাপিয়ে বেড়াচ্ছে। ঢাকার নেতাদের সতর্ক করে রাখছি এ বিষয়ে আপনারা নজর না দিলে অচিরেই কর্মী হারাবেন।’

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, শরীর মেরামত করা গেলেও মাথা মেরামত করা যায় না। সবাইকে হেলমেট পরতে হবে, শুধু পুলিশকে দিয়ে হবে না। এ বিষয়ে রাজনৈতিক নেতাকর্মীদের, বিশেষ করে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। না হলে এটা সফল করা যাবে না।

মোটরসাইকেলের হেলমেট সচেতনতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ যে উদ্যোগটা নিয়েছে আমি তার সাধুবাদ জানাই। এটা দৃশ্যমান, শহরের সবাই হেলমেট ব্যবহার করছেন। তবে পুলিশকে বলব একটি দিকে বিশেষভাবে খেয়াল রাখতে- মোটরসাইকেলে বাচ্চারা উঠলে যেন তাদের মাথায়ও অভিভাবকরা হেলমেট পরান, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

বিজ্ঞাপন

মহাসড়কের দুর্ঘটনা রোধে লেগুনা ইজিবাইক এবং সিএনজি যেন মহাসড়কে না চলতে পারে সে বিষয়ে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। ঢাকা জোনের হাইওয়ে পুলিশ এর ডি আই জি কে নির্দেশনা দিয়ে বলেন, ‘এখানে বসে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সেটার বাস্তবায়ন করতে হবে। আমাদের কাজগুলো যদি উপকারভোগীদের কাছে না পৌঁছায়, তাহলে আমাদের এখানে বসার কি? ম্যানম্যান-প্যানপ্যান করলে হবে না।’ জনবল সংকট থাকলে প্রয়োজন হাইওয়ে পুলিশকে জেলা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

আগামী ১৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদ অধিবেশনে সড়ক পরিবহন আইন-২০১৮ উত্থাপন করা হবে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের। বলেন, ‘রোববার আমি আইনটি সংসদে উত্থাপন করব। এরপর আইনটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে। স্ট্যান্ডিং কমিটি যদি তাদের কাজ দ্রুত শেষ করতে পারে, তাহলে এ অধিবেশনে আর তা সম্ভব না হলে অক্টোবরের মাঝামাঝি সময় এ সরকারের মেয়াদের শেষ সংক্ষিপ্ত অধিবেশনে আইনটি পাস করা হবে।’

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন