বিজ্ঞাপন

দেশি প্রজাতির মাছ সংরক্ষণ, রোগ প্রতিকারে সংসদীয় কমিটির সুপারিশ

September 13, 2018 | 6:50 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশি প্রজাতির মাছ সংরক্ষণ, মাছ/চিংড়ির রোগ প্রতিকারের উন্নত কলাকৌশল উদ্ভাবনের বিষয়ে সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ এ অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, অ্যাডভোকেট মুহাম্মদ আলতাফ আলী এবং অ্যাডভোকেট শামছুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিসহ রপ্তানি আয় বৃদ্ধি করা ও জীবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উন্নত জাত উদ্ভাবনের সুপারিশও করা হয়।

সরকারের উন্নয়ন দর্শন ও এসডিজি’তে উল্লিখিত লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত ২০১২-২০১৩ অর্থ বৎসরকে ভিত্তিবছর ধরে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১৬-২০২০) মৎস্য সেক্টরে আর্জিতব্য লক্ষ্য নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সম্প্রতি মৎস্য গবেষণার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পাওয়ায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রস্তাবিত ৪টি কেন্দ্র ও ৬টি উপকেন্দ্র এবং এই কেন্দ্র ও উপকেন্দ্রের জন্য প্রয়োজনীয় নতুন পদ সৃজনসহ জনবল বৃদ্ধি করতে কমিটি সুপারিশ করে।

বিজ্ঞাপন

এছাড়াও কমিটি মুক্তা চাষ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন