বিজ্ঞাপন

‘রূপসী বাংলা’ এখন ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’

September 13, 2018 | 8:02 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: চার বছর সংস্কার শেষে পাঁচ তারকা মানের অভিজাত হোটেল ‘রূপসী বাংলা’ উদ্বোধন হলো ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিজাত হোটেলটির উদ্বোধন করেন।

১৯৬৬ সালে যাত্রা শুরু হয়েছিল দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের। সে হিসাবে হোটেলটির বয়স ৫৩ বছর।

বিজ্ঞাপন

হোটেল ইন্টারকন্টিনেন্টাল স্থপতি উইলিয়াম বি ট্যাবলার।

প্রতিষ্ঠার পর এটি ইন্টারকন্টিনেন্টাল নামেই চলে ১৯৮৩ সাল পর্যন্ত চালু ছিল। এরপর স্টারউড কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ায় ১৯৮৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে এর বাণিজ্যিক কার্যক্রম চলে।

বিজ্ঞাপন

 

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিজস্ব ব্যবস্থাপনায় ‘রূপসী বাংলা হোটেল’ নামে এটি পরিচালিত হয়।

২০১৪ সালের সেপ্টেম্বরে বন্ধের পর ২০১৫ সালের মার্চে সংস্কার কাজ শুরু হয় ইন্টারকন্টিনেন্টালের। সংস্কার কাজে ব্যয় হয়েছে ৬২০ কোটি  টাকা।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন