বিজ্ঞাপন

বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার সমাজকে সমৃদ্ধ করছে : স্কট মরিসন

September 13, 2018 | 8:39 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: অস্ট্রেলিয়ায় বসবাসরত ৪৯ হাজার বাংলাদেশি অস্ট্রেলিয়ান সমাজকে সমৃদ্ধ করছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠিতে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্কট মরিসন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই শুভেচ্ছা বার্তার বিপরীতে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি লিখেছেন স্কট মরিসন। চিঠিতে একথা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর আপনার পাঠানো শুভেচ্ছা বার্তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক। গত বছর আমাদের দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ১১ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত ৪৯ হাজার বাংলাদেশি অস্ট্রেলিয়ান সমাজকে সমৃদ্ধ করছে।’

বিজ্ঞাপন

স্কট মরিসন আরো বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বাংলাদেশ যে উদার মানবিকতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে অস্ট্রেলিয়া সরকার প্রতিজ্ঞাবদ্ধ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক উন্নয়নে অস্ট্রেলিয়া সরকার ৭০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দিয়েছে।’

সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী এবং আন্তরিক হবে বলে জানিয়েছেন স্কট মরিসন।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাগর-রুনি হত্যা মামলা বিচারের দীর্ঘসূত্রিতার বড় উদাহরণ: হাইকোর্টপ্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের এমপিকে তলবপোশাক খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি সহায়তা চায় বিজিএমইএজলাবদ্ধতা নিরসনে ‘আশার বাণী’ নেই তিন সংস্থার প্রধানের কাছেজামিনে মুক্তি পেলেন হাবীব-উন-নবী খান সোহেলবাণিজ্য বাড়াতে বিজিএমইএ নেতাদের সঙ্গে চীনা ব্যবসায়ীদের বৈঠক‘সমাজতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে হারালাম’স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে এনটিসিপি বাস্তবায়ন জরুরিগণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে: নজরুল ইসলাম খানরবীন্দ্রনাথের জীবনদর্শন ও মানবভাবনা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার সব খবর...
বিজ্ঞাপন