বিজ্ঞাপন

সড়ক পরিবহন বিল: সংসদে প্রতিবেদন প্রদানের সুপারিশ স্থায়ী কমিটির

September 15, 2018 | 10:51 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দশম জাতীয় সংসদের ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির’ বৈঠকে ‘সড়ক পরিবহন বিল, ২০১৮’ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে এবং বিলের ২৫(২), ৪৩(৪), ৫৪ দফায় সংশোধন ও সংযোজন সাপেক্ষে জাতীয় সংসদে প্রতিবেদন প্রদানের সুপারিশ করেছে কমিটি।

শনিবার (১৫ সেপ্টেম্বর) কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সূত্র মতে বিলটি চলতি অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান এবং লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ আমন্ত্রণে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান মো. ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক কলামিস্ট গবেষক, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বৈঠকে যোগ দেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন