বিজ্ঞাপন

বাইরে নয়, পরিবারেই হিজরাদের পুনর্বাসন করা হবে

September 16, 2018 | 6:50 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, পরিবারের বাইরে নয়, বরং পরিবারেই হিজরাদের (তৃতীয় লিঙ্গ) পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। ইতোমধ্যে সরকার এ সংক্রান্ত কর্মসূচিও হাতে নিয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আক্তার জাহানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা দিয়েছে। তাদের পুনর্বাসনে কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তাদের সমাজের বাইরে আলাদা করে না দিয়ে- পরিবারেই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হিজরাদের সমাজের মধ্যেই অন্তর্ভুক্ত করা। সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তা এবং এনজিওগুলোর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে থেকে যে মতামত উঠে আসবে, তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তি সিদ্ধান্ত নেব।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন