বিজ্ঞাপন

৫ লাখ থেকে আরও বেশি হতে পারত তামিমের জরিমানা!

January 1, 2018 | 5:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ম্যাচের পর প্রকাশ্যেই নিজের ক্ষোভ জানিয়েছিলেন। সরাসরিই উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন, সমালোচনা করেছিলেন পিচ কিউরেটর ও আউটফিল্ডেরও। ওই মন্তব্যের পর শুনানিতে ডাকা হয়েছিল তামিম ইকবালকে, সেখানে নিজের ভুলও স্বীকার করেছিলেন। তবে পার পেয়ে যাননি তিনি, ৫ লাখ টাকা জরিমানা হয়েছে। আজ বেক্সিমো কার্যালয়ে বিসিবির শৃঙ্খলা কমিটির সহ সভাপতি শেখ সোহেল জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধেই কমিয়ে আনা হয়েছে জরিমানার অঙ্ক।

শুরুতে অবশ্য নাজমুল হাসান জরিমানার বিষয়টা পুরোপুরি খোলাসা করেননি। শুধু বলেছিলেন, বড় একটা আর্থিক দণ্ড হয়েছে। বার বার প্রশ্ন করার পর শেষে পরিষ্কার করলেন, সেই অঙ্কটা ৫ লাখ টাকা। খুব একটা কম নয় তা, তবে শেখ সোহেল বলেছেন সেটি আরও বেশি হওয়ার কথা ছিল। নাজমুল হাসানই সেটি কমিয়ে দিয়েছেন।

তামিমের মন্তব্য নিয়ে বিসিবি সভাপতি আজ খোলাখুলিই বললেন, ‘তামিম খুব বিপজ্জনক একটা মন্তব্য করেছিল। এতে দেশের ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে বা হতে পারত। এই জন্য আমরা মনে করেছি সহ অধিনায়ক হিসেবে কথা বার্তা বলা, মিডিয়ার সামনে অনেক সতর্ক হতে হবে। একটা পিচ নিয়ে বলতেই পারে, টি-টোয়েন্টির জন্য এটা আদর্শ পিচ নয়। কিন্তু আপনি আউটফিল্ড নিয়ে কথা বলবেন কেন? সেখানে সমস্যা কী?  আপনি কিউরেটর নিয়ে কথা বলবেন কেন? আমরা তো এর মধ্যে দুইটি ডিমেরিট পয়েন্ট পেয়েছি, চার পয়েন্ট পেলে মিরপুরে তো আর খেলা হবে না।’

বিজ্ঞাপন

কদিনের আগেই দিল্লীতে ধোঁয়া ও কুয়াশার মধ্যে ভারতের ক্রিকেটারদের খেলতে হয়েছে, সেটি মনে করিয়ে দিয়েছেন নাজমুল হাসান। বলেছেন, তখনও ভারতের কেউ সেটা নিয়ে অভিযোগ করেননি। নাজমুল হাসানের খেদ,‘ওরা কেউ বলেনি, কিন্তু আমার দেশের একজন স্বনামধন্য খেলোয়াড় কেন এসব নিয়ে কথা বলবে? তাও আবার প্রকাশ্যে? এটা করে কি ও চেঞ্জ করতে পারবে কিছু?’

কিন্তু আউটফিল্ড বাজে হওয়ার কারণে মিরপুরের উইকেটের দুইটি ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে, সেই দায় কার ওপর বর্তায়? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘সেটার জন্য দায় বৃষ্টির। সময়টা আমাদের জন্য অনুকূল ছিল না, সবাই জানেন তখন কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল। ফতুল্লার মাঠও আমরা অক্লান্ত পরিশ্রম করে ঠিক করতে পারিনি। আউটফিল্ড ঠিক করা অনেক কঠিন। এ নিয়ে আমরা আইসিসিকে বলেছি, আউটফিল্ডের ব্যাপারটা তো আমাদের হাতে নেই।’

তামিমের টেস্ট থেকে সহ অধিনায়কত্ব হারানো এখানে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নও উঠল। নাজমুল হাসান সরাসরি তা স্বীকার করেননি, শুধু বলেছেন, ‘এটার জন্য যে অধিনায়কত্ব পরিবর্তন হয়েছে তা নয়, তবে এটা তো কারণগুলার অন্যতম। আমাদের সিনিয়রদের মিডিয়ার সামনে কথাবার্তায় আরও সতর্ক হতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন