বিজ্ঞাপন

জেলেদের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্পের আশ্বাস

September 18, 2018 | 5:32 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সমুদ্রগামী জেলেদের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে জেলেদের জীবনমান উন্নয়নে কর্মরত উন্নয়ন সংস্থা অ্যান অর্গানাইজেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভলপমেন্টের (অ্যাওসেড) পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি নেওয়ার সময় তিনি এই আশ্বান দেন।

এসময় মন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের ফলে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসছে মাছ রফতানি থেকে। এই মাছ উৎপাদনের সঙ্গে জড়িতদের ভাগ্যোন্নয়নেও সরকার পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের দুর্যোগের সতর্কতা সংকেত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে তাদের কিভাবে ট্র্যাকিং করা যায়, তা নিয়েও কাজ চলছে। উপকূলের জেলেদের নিয়ে একটি বড় প্রকল্পের কাজ চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

অ্যাওসেড’র পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে ছয় দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। ওই দাবিগুলোর মধ্যে রয়েছে— সমুদ্রগামী জেলেদের সহজ শর্তে ব্যংক ঋণ, সাধারণ বীমা ও জীবন বীমায় অন্তর্ভুক্ত করা, আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমুদ্রের আবহাওয়া সংবাদ জেলেদের কাছে পৌঁছানোর কার্যকরী উদ্যোগ গ্রহণ, আধুনিক প্রযুক্তি ও নিরাপদ সরঞ্জাম ব্যবহারে জেলেদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও টেলিকমিউনিকেশনের মাধ্যমে সমুদ্রে মাছ ধরার সময়ে জেলেদের নৌকার অবস্থান পর্যবেক্ষণ ও প্রয়োজনে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা নেওয়া এবং সমুদ্রের নিকটবর্তী দ্বীপ ও চরগুলোতে দুর্যোগের সময় জেলেদের নিরাপদ আশ্রয়স্থল স্থাপন ও মাছ ধরার সময়ে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

স্মারকলিপি দেওয়ার সময় অ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামীম আফরীন, ভূমিহীন সংগঠক জালাল উদ্দিন, সাংবাদিক নিখিল ভদ্র, অ্যাওসেড’র প্রশাসনিক কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন