বিজ্ঞাপন

দেশের বাজারে ১৫০ কোটি পিস পাটের বস্তার চাহিদা রয়েছে

September 18, 2018 | 11:09 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ থেকে: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক জানিয়েছেন, বর্তমানে দেশের বাজারে প্রতি বছর প্রায় ১৫০ কোটি পিস পাটের বস্তার চাহিদা রয়েছে। তিনি বলেন, পাটের ব্যবহার আরও বাড়াতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের ব্যাগে বই বিতরণের কার্যক্রম হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সচিবকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে হাঁস-মুরগি এবং মাছের খাবার যেন পাটজাত মোড়কে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, দেশে সরকারিভাবে নতুন কোনো বস্ত্রকল প্রতিষ্ঠার পরিকল্পনা নেই। বর্তমানে ৮টি বস্ত্রকল ভাড়ায় চালু রয়েছে। এই মিলগুলোতে কেবল সুতা উৎপাদন করা হয়। মিলগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ৩৬ লাখ ৬৮ হাজার কেজি।

বিজ্ঞাপন

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে মাত্র ৪২টি জেলায় সীমিত জনবল নিয়ে পাট অধিদফতর তাদের কার্যক্রম চালাচ্ছে। পাট শিল্পের উন্নয়ন এবং পাট সংক্রান্ত যাবতীয় কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬৪ জেলায় কার্যালয় স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন