বিজ্ঞাপন

সুপার মুন আজ

January 1, 2018 | 7:02 pm


সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বছরের প্রথম দিনেই আকাশে উকি দেবে বড় একটা চাঁদ বা সুপার মুন।

চাঁদ পৃথিবীর কিছুটা কাছে চলে আসাই দেখতে অনেকটা বড় দেখায়। যাকে সুপার মুন বলা হয়।

নাসা জানিয়েছে, এ বছরের প্রথম পূর্ণিমাটাই হবে সুপার মুন দিয়ে।

বিজ্ঞাপন

নাসার মতে, আজকের এ সুপার মুনটি ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্ঝল দেখাবে। তবে আজকের সুপার মুনটি কেউ যদি দেখার সুযোগ নাও পায় তাহলে তার জন্যে বিশেষ ব্যবস্থা হিসেবে থাকছে আরো একটা সুপার মুন। যা এ মাসের শেষের দিকে দেখা যাবে।

 

বিজ্ঞাপন

এ ছাড়াও এ মাসের ৩১ জানুয়ারিতে সুপার মুনের পাশাপাশি পূর্ণ চন্দ্রগ্রহণ ও দেখা যাবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে।

 

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন