বিজ্ঞাপন

‘বাংলা ফোন’ এর আইএসপি লাইসেন্স বাতিল

September 19, 2018 | 9:41 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শর্ত না মানায় আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সেবাদাতা প্রতিষ্ঠান বাংলা ফোনের লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশও সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান।

বিটিআরসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের অক্টোবরে বাংলা ফোনের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। এরপরেও প্রতিষ্ঠানটি লাইসেন্সের শর্ত বহির্ভূতভাবে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবা প্রদান বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের নির্দেশনা অমান্য করায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়।

বিজ্ঞাপন

বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বাংলা ফোনের গুলশান কার্যালয়ে এনফোর্সমেন্ট টিম গিয়ে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশও সিলগালা করে বলে জানিয়েছে বিটিআরসি।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন