বিজ্ঞাপন

বন্যা পরিস্থিতি উন্নতির পথে

September 21, 2018 | 6:05 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঘূর্ণিঝড় দেয়ি প্রশমিত হওয়ায় সারাদেশে বন্য পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে বন্যা পরিস্থিতির অবস্থা সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আল রাজী সারাবাংলাকে জানান, আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো- বগুড়ায় যমুনা নদীতে সারিয়াকান্দি পয়েন্টে, আত্রেয়ী নদীতে বাঘাবাড়ি পয়েন্টে, ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে এবং সোমেশ্বরীতে কমলাকান্দা পয়েন্ট।

তবে গাইবান্ধা, আরিচা, গোয়ালন্দ, সুরেশ্বর, কামারখালি পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামীকালের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ শহীদুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় দেয়ি এখন সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উড়িষ্যায় অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টি হলেও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে নদীর পানি বাড়ার কোনো সম্ভবনা দেখছেন না বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এমএ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন