বিজ্ঞাপন

জামায়াতকে বাদ না দিলে বিএনপির সঙ্গে ঐক্য করবে না বিকল্পধারা

September 21, 2018 | 9:07 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ২০ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামকে বাদ না দিলে বিএনপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য হবে না বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বারিধারায় বিকল্পধারার সভাপতি বদরুদ্দৌজা চৌধুরীর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যান বিএনপি নেতারা।

ওই আলোচনায় মাহি বি চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির শীর্ষ তিন নেতার সঙ্গে আলোচনার বিষয়ে মাহি বি চৌধুরী বলেন, ‘বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের আছে। মূলত সেই যোগাযোগের সূত্র ধরেই আজকে আলোচনা হয়েছে। তারা এসেছিলেন।’

বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ার সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি, জামায়াতকে বাদ দিতে হবে। বিএনপি কোনো আন্দোলন করলে সেখানে বিকল্পধারা থাকবে। তবে জামায়াতকে বাদ দিতে হবে। জামায়াতকে বাদ না দিলে আমরা বিএনপির সঙ্গে নেই। এছাড়া আলোচনায় ভারসাম্যের রাজনীতি চর্চার বিষয়টিতে আমরা গুরুত্ব দিয়েছি।’

জবাবে বিএনপি নেতারা জানিয়েছেন, এ বিষয়ে তারা আরও আলোচনা করতে চান।

বিজ্ঞাপন

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি বিষয়ে মাহি বি চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিকভাবে বন্দি সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়া হোক এটা আমাদেরও দাবি।’

সারাবাংলা/এএইচএ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন