বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

September 23, 2018 | 3:04 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারা-উপধারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা বাতিল করার দাবি জানিয়েছে ফেডারেল অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

র‌বিবার (২৩ সেপ্টেম্বর) দুপু‌রে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং ধর্ম সংক্রান্ত যেসব বিষয়ে এ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিঃসন্দেহে ভালো উদ্যেগ। কিন্তু সাংবাদিকদের পেশাদারিত্বে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এমন অনেক ধারা এই আইনে রাখা হয়েছে তা জাতির জন্য লজ্জাকর।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে যাবজ্জীবন কারাদণ্ড কোটি টাকা জরিমানা ও দায়মুক্তি বিধান আইন প্রয়োগে কর্মকর্তাদের দায়মুক্তির বিধান বাতিলের জন্য বিরোধী দলের সংশোধনী প্রস্তাব উপেক্ষা করে আইনটি জাতীয় সংসদে পাশ হয়েছে। এ আইনের আটটি ধারায় ব্যাপারে সম্পাদক পরিষদ তথা সাংবাদিকদের তীব্র আপত্তি আইনটি পাশের ক্ষেত্রে আমলে নেওয়া হয়নি।’

এই আইন গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয় উল্লেখ করে বলে নেতারা বলেন, ‘এই আইন পাস হওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা, মিডিয়া, কথা বলার স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এতে করে আমরা সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে যাবে।’

এতে সভাপতিত্ব করেন এস এম মোরশেদ, অর্থসচিব বাতেন সরকার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ ওমর প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন