বিজ্ঞাপন

সৌদি আরবে নির্যাতিতা আরও ৪২ নারী ফিরছেন রাতের ফ্লাইটে

September 23, 2018 | 8:40 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সৌদি-আরবে নির্যাতনের শিকার আরও ৪২ নারী শ্রমিক রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন। রাত ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে রিয়াদ মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি ও সফর জেল (দূতাবাসে ইমিগ্রেশন ক্যাম্প) থেকে দেশে ফেরেন ৬৫ জন নারী। এদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আবেদনের প্রেক্ষিতে দেশে ফেরেন ৩৭ জন। সব মিলিয়ে চলতি মাসেই মোট ১৮০ জনের মতো নির্যাতিতা নারী সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরিফুল হাসান সারাবাংলাকে বলেন, মে মাসে ২৬০ জন, জুন মাসে ১৮৩ জন, জুলাই মাসে ১৫৩ জন, আগস্ট মাসে ১৩২ জন এবং চলতি এ পর্যন্ত এসেছেন প্রায় ১৮০ জনের মতো। চলতি বছরে গত সাড়ে চার মাসেই এসেছেন প্রায় ৯শ’ জনের মতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন