বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ডিইউ‌জে’র বিক্ষোভ

September 24, 2018 | 1:58 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউ‌জে)।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। এতে বক্তব্য রাখেন  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপ‌তি রুহুল আমিন গাজীসহ আরও অনেকে।

‌রুহুল আমিন গাজী ব‌লেন, ‘প্রথম থে‌কেই আমরা এই ডি‌জিটাল নিরাপত্তা আইনের বি‌রোধিতা ক‌রে‌ছি। কিন্তু সরকার আমা‌দের এই বিরোধিতাকে কোনো তোয়াক্কাই ক‌রেনি। তারা ‌একতরফা এই আইন পাশ ক‌রে‌ছে।’

বিজ্ঞাপন

কোনো সরকার চিরস্থায়ী নয় দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‘সাংবা‌দিক‌দের মৌ‌লিক অধিকার কে‌ড়ে নেওয়ার জন্যই এই কা‌লো আইন পাশ ক‌রেছে সরকার। বাংলা‌দে‌শের মানুষ এই কা‌লো আইন মা‌নে না। ক্ষমতা‌কে চিরস্থায়ী কর‌তে এই আইন পাশ করা হ‌য়ে‌ছে, যা‌তে সাংবা‌দিকরা সত্য ও বস্তুনিষ্ঠ কোনো সংবাদ প্রকাশ কর‌তে না পা‌রে।’

সব সাংবা‌দিকদের উদ্দেশে তি‌নি ব‌লেন, ‘চলুন এই কা‌লো আইনের বি‌রুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তু‌লি। যা‌তে সরকার এই কা‌লো আইন প্রত্যাহার কর‌তে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত এই কা‌লো আইন বা‌তিল না হ‌বে ততক্ষণ পর্যন্ত সাংবা‌দিক‌দের আন্দোলন চল‌বে। আগামী ২৭তা‌রি‌খে জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পালন করা হ‌বে।’

বাংলা‌দেশ ‌ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়‌নের মহাস‌চিব এম আবদুল্লাহ ব‌লেন, ‘আমরা সাংবা‌দিকরা বস্তু‌নিষ্ঠ স্বাধীন সাংবা‌দিকতা কর‌তে চাই। কোন সরকার দেশ চালা‌চ্ছে আমা‌দের জানার দরকার নেই।‌ কিন্তু কেন এই কা‌লো আইন? এই কা‌লো আই‌ন বা‌তি‌লের দা‌বি জানা‌চ্ছি। অন্যথায় ক‌ঠোর আন্দোলন গড়ে তোলা হ‌বে।’

বিজ্ঞাপন

ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপ‌তি কা‌দের গ‌ণি চৌধুরীর সভাপ‌তি‌ত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন- বাস‌সের চিফ আবুল কালাম মা‌নিক, ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সাধারণ সম্পাদক আহ‌মেদ ম‌তিউর রহমান, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার হো‌সেন প্রমুখ।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন