বিজ্ঞাপন

ভারত থেকে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

September 25, 2018 | 9:17 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। সূর্যমনি-কুমিল্লা নর্থ লিংকের মাধ্যমে জি টু জি-এর আওতায় ভারত থেকে এই বিদ্যুৎ আমদানি করা হবে।

মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা শেষে  ব্রিফিং-এ বিদ্যুৎ আমদানির এই তথ্য জানান বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

এছাড়া, সভায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে সকল ধরনের সিডি, ট্যাক্স ও ব্যাট থেকে অব্যাহতি প্রদান বিষয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক কারণে বা ভারতীয় আইন পরিবর্তনের কারণে আর্থিক সংকটের উদ্ভব হলে তা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ও আলোচনায় প্রাধান্য পায়। সেইসাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে ভারতে বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নানামুখী সম্ভাবনার কথা আলোচনা করেন দুদেশের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব অজয় কুমার ভাল্লা।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন