বিজ্ঞাপন

‘সাব্বিরের মনে রাখা উচিত, সে অনেকের রোল মডেল’

January 2, 2018 | 5:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বছরের প্রথম দিনেই বোমাটা ফাটিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক পেটানোর জন্য সাব্বির রহমানকে বাদ দেওয়া হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। ২০ লাখ টাকা জরিমানার সঙ্গে ছয় মাস খেলতে পারবেন না ঘরোয়া কোনো লিগেও। সব মিলে ক্ষতির অঙ্কটা প্রায় ৮০ লাখ টাকার কাছাকাছি। তবে বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে অন্তত খুব একটা প্রশ্ন উঠছে না। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বললেন, সাব্বিরের মনে রাখা উচিত ছিল অনেকেই তাঁকে অনুসরণ করে।

সাব্বির যা করেছেন, তাতে অবশ্য তাঁর এই শাস্তি জনিয়ে খুব একটা দ্বিমত করবেন না কেউই। মাশরাফিও আজ সংবাদমাধ্যমকে মনে করিয়ে দিলেন,  ‘প্রথম কথা হচ্ছে যে, বিসিবির অধীনে আমরা সবাই। এটা মেনে নেয়াটাও দায়িত্ব। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব। যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনো আমরা কোনো ভুল না করি। সাব্বিরের সাথে হয়েছে; কিন্তু আর কারো সাথে যাতে না হয়। এমন কি আমার সাথেও। আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি।’

খালেদ মাহমুদ শুরুতেই বললেন, সাব্বির ও তামিমের শাস্তি খেলোয়াড়সুলভ দৃষ্টিভঙ্গি থেকেই দেখা উচিত, ‘ক্রিকেট খেলায় আইন তো আছেই।  আইন অনুযায়ী তাদের শাস্তি হয়েছে। কতটুকু কঠোর হয়েছে কতটা বেশি-কম হয়েছে সেটা আমি বলতে পারবো না। যদি কেউ অন্যায় করে সেটার শাস্তি থাকবেই। আমার মনে হয় এটাকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েই দেখা উচিত।’

বিজ্ঞাপন

বিশেষ করে সাব্বিরের ব্যাপারে মাশরাফির মতো তাঁর কন্ঠেও খুব একটা সহানুভূতি নেই,  ‘সাব্বিরের ব্যাপারে ম্যাচ রেফারির রিপোর্ট প্রাধান্য পেয়েছে।  শাস্তিটা যেটাই হয়েছে কিছু সময় আপনি যখন সর্বোচ্চ অন্যায় করেন আপনাকে সেটা মানতেই হবে। সাব্বির অনেক ইয়াংস্টারের রোল মডেল। সাব্বিরের মতো হতে চায়। সাব্বিরকে সেটা মাথায় রাখতে হবে।’

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন