বিজ্ঞাপন

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, জালিয়াতির অভিযোগে আটক ২

September 28, 2018 | 12:45 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে জালিয়াতির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হ‌য়ে শেষ হয় সাড়ে ১১টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ডিভাইসসহ কর্তব্যরত শিক্ষকরা ২ জনকে আটক ক‌রে।’

আটককৃতরা হলেন- ভ‌র্তিচ্ছু হৃদয় জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান। তাদের প্রক্টর অফিসে রাখা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

এ কে এম গোলাম রাব্বানি বলেন, ‘আমরা ৫ জনকে ধরেছি। দু’টি নিশ্চিত করেছি আরো তিনটি নিশ্চিত করার জন্য কাজ চলছে। কিছু কোচিং সেন্টার এবং অভিভাবক এর সঙ্গে জড়িত। কোচিং সেন্টারগুলো তাদের নিজেদের স্বার্থে কিছু ছাত্রকে সুবিধা দেওয়ার জন্য এ কাজগুলো করছে। কোচিং সেন্টার এর নামসহ সব তথ্য আমাদের কাছে আছে। পুরো জালিয়াতি চক্রকে ধরার জন্য আমরা কাজ করছি। ঢাকার কিছু নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এর সাথে জড়িত।’

এর আগে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।

আরও পড়ুন: ঢাবিতে জালিয়াতির অভিযোগে ভ‌র্তিচ্ছু‌ আটক

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন