বিজ্ঞাপন

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামির আঘাত

September 28, 2018 | 11:41 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রচণ্ড ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হেনেছে। দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা নামিয়ে নেওয়ার পরই উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিও দেখা যাচ্ছে, এক ব্যক্তি আতঙ্কিত হয়ে চিৎকার করছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, এখন পর্যন্ত পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তারা সুনামির কারণে মারা গেছেন কি না সেই বিষয়টি পরিষ্কার না।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ২ মিনিট) সুলাবেসির পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভেঙে পড়ে বহু বাড়ি-ঘর। তখন কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করে। তবে এক ঘণ্টা পর সেই সতর্কতা সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পালু

এর দুই ঘণ্টা আগে পালু শহরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১৮ দশমিক ১ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্পের সৃষ্টি হয়। রিখটার স্কেলে সেটার মাত্রা ছিল ৬ দশমিক ১। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তাতে এখন পর্যন্ত একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

গত কয়েক মাসে ধারাবাহিকভাবে ইন্দোনেশিয়ার লমবকে ভূমিকম্প হয়, এতে মারা যান শত শত মানুষ। ৫ আগস্ট সবচেয়ে বড় আঘাতটি আসে। ওই দিন মারা যান ৪৬০ জন।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার মেট্রোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সির (বিএমকেজি) প্রধান বলেন, বর্তমান পরিস্থিতি জটিল। ভূমিকম্পে বাড়ি-ঘর ধসে পড়েছে। লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। এর মধ্যে সুনামির আঘাত।

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন