বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় সুনামিতে প্রাণহানি: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

October 1, 2018 | 9:56 am

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে গত সপ্তাহে ভূমিকম্প-সুনামিতে জীবন ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার (৩০ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামিতে কয়েকশ’ লোকের প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা জেনে আমি গভীরভাবে মর্মাহত।’

রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, ‘আমরা সর্বশক্তিমানের কাছে শোক-সন্তপ্ত পরিবারগুলোর জন্য এ অপূরণীয় ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার সাহস ও মনোবল প্রার্থনা করছি।’

বিজ্ঞাপন

এদিকে, পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আজ বলেন, ‘কয়েকশ’ লোকের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানতে পারা এক গভীর দুঃখের বিষয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার অভিযানে সম্ভাব্য সকল সহযোগিতা দিতে বাংলাদেশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার সুলায়েজি দ্বীপে একটি ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সুনামি সৃষ্টি হয় এবং ১৭০ বার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। ২০০৪ সালের পর ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রলয়ংকরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন