বিজ্ঞাপন

পদ্মা সেতুর ৬০ ভাগ কাজ শেষ, ১৩ অক্টোবর দেখতে যাবেন প্রধানমন্ত্রী

October 2, 2018 | 10:12 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পদ্মা বহুমুখী সেতুর প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। তাই আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর চলমান কাজের শুভ উদ্বোধন এবং কাজের অগ্রগতি পরিদর্শনে পদ্মা পাড়ে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতু বাস্তবায়নের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতুর প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে ৭০ ভাগ কাজ সম্পন্ন হবে। এ কাজের পরিদর্শন ও পদ্মা বহুমুখী সেতুর চলমান কাজের শুভ উদ্বোধন করতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাপাড়ে যাবেন।’

বিজ্ঞাপন

সেই সঙ্গে ঢাকা থেকে যে ৬ লেন এক্সপ্রেস ওয়ের কাজ চলছে সেটিরও চলমান কাজের উদ্বোধন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এই এক্সপ্রেস ওয়ের কাজের অগ্রগতিও ৭০ শতাংশ হয়েছে। ওই দিন বাংলাদেশ রেলওয়ের সঙ্গে পদ্মা সেতুর সংযোগ স্থাপনের ভিত্তি প্রস্তরও উদ্বোধন করা হবে।’

পদ্মা সেতুর পিলারের জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিলারের এখন কোনো জটিলতা নাই। পৃথিবীতে এখন দুটি রিভার আনপেডিকটেবল। একটা আমাজন আর একটা হচ্ছে পদ্মা। বিশেষজ্ঞদের যেটা অভিমত সেটা হচ্ছে, আমাজনকে ছাড়িয়ে পদ্মা হচ্ছে এখন সবচেয়ে আনপ্রেডিকটেবল। আমরা বারবার ফিলারের উপর স্প্যান স্থাপন করতে গিয়ে সমান রাখতে পারিনি। কারণ কন্ডিশন অ্যালাউ করেনি। সেই কারণে আমাদের একটু বিলম্বিত হয়েছে। তারপরও আমি বলবো পদ্মা সেতু আজ বিশ্ব মানের। সেটা আমাদের গর্বের বিষয়। বিশ্বব্যাংক সরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর অসম সাহসের বিষয় এটি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।’

তবে কবে নাগাদ পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে সেটি নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি। সেতু বাস্তবায়নে ২৪ ঘণ্টা কাজ চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন