বিজ্ঞাপন

চাঁদপুরের ইলিশ খেতে চান ভারতীয় হাইকমিশনার

October 5, 2018 | 4:24 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: চাঁদপুরের ইলিশ খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (৫ অক্টোবর) ভারত সরকারের অনুদানে চাঁদপুরে নির্মিত ফরক্কাবাদ ডিগ্রি কলেজে নবনির্মিত একতলা ‘মহাত্মা গান্ধী ভবন’ উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পদ্মা-মেঘনা এই প্রধান দুই নদী ভারত ও বাংলাদেশের মানুষের জীবনে মূল্যবান ভূমিকা রেখেছে। আমি শুনেছি, চাঁদপুরের ইলিশ মাছ বাংলাদেশ এবং ভারতেও সুপরিচিত। আমি চাঁদপুরের ইলিশ মাছের স্বাদ নিতে আগ্রহী।’

বিজ্ঞাপন

ঢাকার ভারতীয় মিশন থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, ‘ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবনির্মিত একতলা মহাত্মা গান্ধী ভবন দেখে খুব খুশি হয়েছি। ভারত সরকারের অর্থায়নে ১ কোটি টাকার মূল্যমানে এই ভবনটি নির্মিত হয়েছে। ভবনটি শিক্ষাদানের জন্য এবং মিলনায়তন হিসেবে ব্যবহৃত হবে। ভবিষ্যতে এই ভবনটি আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনতলার ভিত্তি দেওয়া হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিগত ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশ সফরকালে এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন ‘

মহাত্মা গান্ধীর নামে নবনির্মিত ভবন উদ্বোধনের এই অনুষ্ঠানটি একদম সঠিক সময়ে (৫ অক্টোবর) হয়েছে উল্লেখ করে হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, ‘ঠিক তিন দিন আগেই, অক্টোবরের দুই তারিখে আমরা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করেছি। গান্ধীজীর প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা বছরব্যাপী কিছু অনুষ্ঠান আয়োজন করতে থাকব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই নবনির্মিত ভবনটি ইতোমধ্যে আরও বেশি শিক্ষার্থীদের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভর্তি হতে উৎসাহিত করবে। আমি বিশ্বাস করি যে, চাঁদপুরের জনসাধারণের উচ্চশিক্ষা অর্জনে এই ‘মহাত্মা গান্ধী ভবন’ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সারাবাংলা/জেআইএল/এমএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন