বিজ্ঞাপন

ইলিশ শিকার করায় ভোলায় ৩ জেলের কারাদণ্ড

October 7, 2018 | 2:44 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভোলা : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ অক্টোবর) ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে মৎস্য অধিদপ্তর।
দণ্ড পাওয়া জেলেরা হলেন- মো. ইব্রাহীম (২৫), আব্দুল মতিন (৩০) ও মো. ইব্রাহীম (২০)। এদের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায়।

আটকের পর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে যাতে করে জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য যথেষ্ট প্রচারণা চালানো হয়েছে। তারপরেও যেন কেউ মাছ শিকার না করে সেজন্য মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন