বিজ্ঞাপন

জ‌বি ছাত্রলী‌গের দুই গ্রু‌পের সংঘর্ষে আহত ২

October 7, 2018 | 5:50 pm

।। জবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জবি: ক্যাম্পাসে অধিপত্য বিস্তার ও সি‌নিয়রের হা‌তে মার খাওয়ার জেরে জ‌গন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রল‌ীগের সভাপ‌তি মো. ত‌রিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল গ্রুপের সংঘর্ষ হ‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, গতকাল ভ‌র্তি পরীক্ষায় এক পরীক্ষার্থী‌কে ‘যৌন হয়রানি’ করায় ১৩তম ব্যা‌চের স‌াধারণ সম্পাদক গ্রু‌পের এক ছাত্রলী‌গ কর্মী‌কে থাপ্পর দেয় ১২তম ব্যা‌চের সভাপ‌তি গ্রু‌পের এক কর্মী। এরই জের ধ‌রে পৌ‌নে ১২টায় কলা ভব‌নের সামা‌নে সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের সভাপ‌তি গ্রু‌পের নোমানকে ‌পি‌টি‌য়ে আহত ক‌রা হয়।

এর ‌প্রে‌ক্ষি‌তে সভাপ‌তির কর্মীরা সাধারণ সম্পাদকের কর্মী গ‌ণিত বিভাগের ১৩ ব্যাচের জুবা‌য়ের আল মাহমুদকে পি‌টি‌য়ে আহত করে। সংঘ‌র্ষের সময় উভয় গ্রু‌প হাতে লা‌ঠি, রড নি‌য়ে ধাওয়া-পাল্টা ধাওয়া কর‌লে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। প‌রে আহত‌দের বিশ্ববিদ্যালয় চি‌কিৎসা কে‌ন্দ্রে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়ে‌ছে। ‌

বিজ্ঞাপন

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবে‌দীন রাসেল ব‌লেন, ‘এক‌টি সামান্য বিষয় নি‌য়ে মারামা‌রি হ‌য়ে‌ছে। আমরা সমাধান করার চেষ্টা কর‌ছি।’

এবিষ‌য়ে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল ব‌লেন, ‘আমি ও প্রক্টর স্যার ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনি। আমরা যাওয়ার পর আর মারামা‌রি হয়নি। তবে আমরা এখ‌নো কো‌নো অভিযোগ পাইনি। অভি‌যোগ পে‌লে ব্যবস্থা নেওয়া হ‌বে।’

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন