বিজ্ঞাপন

গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার  

October 9, 2018 | 1:02 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়কে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য প্রত্যেক জেলা ও মহানগর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থায় মাঠে রাখা হয়েছে।

পুলিশ সদর দফতর ও বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তা এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল থেকেই  রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী  শুরু করেছে পুলিশ। এছাড়া ঢাকাসহ সারাদেশে সতর্ক অবস্থায় মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা।

বিজ্ঞাপন

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে স্থাপিত বিশেষ জজ আদালত ১০ অক্টোবর (বুধবার) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরের পর থেকে নিরাপত্তা বাড়ানো হয়  আদালত এলাকাতেও।

এ মামলায় অন্যতম প্রধান আসামি হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হারিস চৌধুরী। এছাড়া জামায়াতে ইসলামীরও বেশ কয়েকজন নেতার নাম রয়েছে আসামির তালিকায়। যদিও জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় এ রায় নিয়ে দলটির তেমন মাথা ব্যথা নেই বলে সূত্র বলছে।

বিজ্ঞাপন

তবে রায়ের পর বিএনপি ও জামায়াত কর্মীরা হামলা-নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে রায় দেওয়া হবে ওইসব পরিবারের সদস্যরা বা তাদের অনুসারীরা কোথাও কিছু ঘটায় কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর কিছু ঘটতে পারে সম্ভাব্য এমন কিছু এলাকা চিহ্নিত করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংস্থাটি বলছে, রায়কে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো রাজধানী। বিশেষ করে মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, খিলগাঁও, লালবাগসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ আসামিদের পরিবারগুলোর প্রতি বিশেষ নজর রেখেছেন। তারা কি করছে, কাদের সাথে কথা বলছেন, তাও জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাদের ফোনকলেও নজর রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকার সঙ্গে সারাদেশের বেশ কয়েকটি জেলায় হামলা ও নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। সাতক্ষীরা, দিনাজপুর, রাজশাহী, ঝিনাইদহ, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটসহ বেশ কয়েকটি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে, পুলিশ সুপার ও মেট্রোপলিটন কমিশনারদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোথাও কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সারাবাংলাকে বলেন, অতীতে দেশে যত নাশকতা হয়েছে, সাতক্ষীরা তার মধ্যে অন্যতম। তাই নজরদারি বাড়ানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কেউ কিছু ঘটাতে পারবে না। সতর্ক রয়েছে পুলিশ।

লালমনিরহাটের পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে এই জেলায় ২০১৩, ১৪ ও ১৫ সালে ব্যাপক নাশকতা হয়েছিল। পুলিশ সদর দফতরের নির্দেশনা মোতাবেক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান সারাবাংলাকে বলেন, নাশকতার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবে। একদিন আগে থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রায়কে ঘিরে দেশের কোথাও কোনো কিছু ঘটবে না। রায়ের পর সাধারণ মানুষ উল্লাস করবে। এটি একটি ঐতিহাসিক রায়। বাংলার মানুষ অনেক দিন অপেক্ষা করেছে এই রায়ের জন্য। রায় ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে তাহলে জনগণ তার উচিত জবাব দেবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, রায়ের আগের দিন থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। বেশ কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মাঠে থাকবে। গোয়েন্দা পুলিশ সদস্যরাও মাঠে রয়েছেন।

অন্যদিকে র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিনে এলিট ফোর্স হিসেবে র‌্যাবও মাঠে থাকবে। এরই মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে কয়েক হাজার র‌্যাব সদস্য মাঠে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করবে।

সারাবাংলা/ইউজে/এমএস/জেডএফ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কাল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন