বিজ্ঞাপন

দুই সেনা কর্মকর্তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৮০ লাখ টাকা অনুদান

January 3, 2018 | 9:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ আর্মির দুই সেনা কর্মকর্তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাহিদ ও লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে মোট ৮০ লাখ টাকার চেক দিলেন তিনি।

এর মধ্যে ৫০ লাখ টাকা পেয়েছেন মেজর জাহিদ। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মেজর জাহিদের স্ত্রী জাকিয়াতুজ্জোহরা মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছ থেকে এই চিকিৎসা সহায়তার চেক নেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে এ কথা জানান।

বিজ্ঞাপন

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা কালে একটি বড় ধরনের বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন মেজর জাহিদ।
লে. কর্নেল শাহীন আহমেদ লিভার সিরোসিসে ভুগছেন। তার চিকিৎসার জন্য একই তহবিল থেকে ৩০ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে একই দিনে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু প্রধানমন্ত্রীর কাছে তার কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন বলেও জানান ইহসানুল করিম।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন