বিজ্ঞাপন

শেখ হাসিনার জন্য হালকা নাস্তা- ছিল হামলার কোড ভাষা

October 10, 2018 | 1:14 pm

||সিনিয়র করেসপন্ডেন্ট||

বিজ্ঞাপন

ঢাকা : শেখ হাসিনাকে হাল্কা নাস্তা করানো হবে এটাই ছিলো গ্রেনেড হামলার কোড। সেই কোড ব্যবহার করে এই মামলার আসামিদের মধ্যে কথা চালাচালি হতো বলে নিশ্চিত করা হয়েছে।

মামলার বিস্তারিত রায়ে বিষয়টি তুলে ধরেছেন আদালত।

বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘শেখ হাসিনাকে হালকা নাস্তা করানো হবে’- এই উদ্ধৃতি দিয়ে দেশি জঙ্গি সংগঠনের কতিপয় সদস্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সহায়তায় হামলা করে।’

এতে আরও বলা হয়, তৎকালীন রাষ্ট্রযন্ত্রের সহায়তায় প্রকাশ্য দিবালোকে ঘটনাস্থল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্পেশালাইজড মারণাস্ত্র আর্জেস গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

বিজ্ঞাপন

২১ আগস্টের এই হামলাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও সে বছরই ৩ নভেম্বর জেল হত্যার ধারাবাহিকতা বলেও উল্লেখ করেন আদালত।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন