বিজ্ঞাপন

 রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ: আইনমন্ত্রী

October 12, 2018 | 5:14 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়ীয়া: ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল বাজারে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করব। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব।

বিজ্ঞাপন

নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,এ বিষয়ে প্রধানমন্ত্রীই বলতে পারবেন। তবে তিনি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বাায়ক রাশেদুল ভুইয়া কাউসার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন