বিজ্ঞাপন

চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার ৭

October 13, 2018 | 3:33 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, এরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। গ্রেফতার ব্যক্তিরা শুধু গাড়ির যন্ত্রাংশ চুরি করে বলেও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ অক্টোবর) রাতভর নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- নজরুল ইসলাম (৪০), আরিফ (২২), হানিফ (২৭), শরীফ (২৮), লিটন ওরফে সুমন (৩৩), লিটন মিয়া (৩৭) এবং মো. হারুন (৩০)।

বিজ্ঞাপন

এদের মধ্যে নজরুল ইসলাম পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, তিনটি ব্যাটারি, দুটি রেঞ্জ, দুটি কাটারসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক সারাবাংলাকে বলেন, রাতভর সিএনজি অটোরিকশায় ঘুরে ঘুরে এরা গাড়ির যন্ত্রাংশ চুরি করে। নগরী এবং বিভিন্ন উপজেলায় ঘুরে প্রাইভেট কার, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ব্যাটারি, গ্লাস ও চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। এরপর সেগুলো নির্দিষ্ট কয়েকটি দোকান ও গাড়ির মালিকদের কাছে বিক্রি করে। এটাই ছিল এদের পেশা।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে বলেও জানান আবু বকর সিদ্দিক।

সারাবাংলা/আরডি/এসএমএন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন