বিজ্ঞাপন

আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে জেনেভা গেলেন স্পিকার

October 14, 2018 | 8:52 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশ নিতে জেনেভার পথে রওনা হয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জেনেভায় আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর পর্যন্ত।

এবারের আইপিইউ অ্যাসেম্বলির মূলপ্রতিপাদ্য ‘Placing science at the heart of parliaments, policy-making and peace’। এতে বিভিন্ন দেশের ১৩শরও বেশি সংসদ সদস্য অংশ নিচ্ছেন। অ্যাসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানি বন্ধ, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এই অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন— হুইপ ইকবালুর রহিম, মো. আব্দুল কুদ্দুস, এ বি তাজুল ইসলাম, মমতাজ বেগম, মো. হাবিবে মিল্লাত, কে এইচ আজিজুল হক, আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড নিউজ) এস এম মঞ্জুর, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরারজি দেশাই বর্মন।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফর শেষে আগামী ১৮ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন