বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে চায় পাকিস্তান

January 4, 2018 | 4:18 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর ফিরি ফিরি করেও পাকিস্তানে পুরোদমে ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট। বড় দলগুলো প্রতিবারই পাকিস্তানের মাটিতে খেলতে যেতে আপত্তি জানায়। তারপরও হাল ছাড়ছে না দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি আশাবাদী নতুন এই বছরে অন্তত একটি করে ম্যাচ হলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে পাকিস্তানের মাটিতে খেলাবে।

নাজাম শেঠি গণমাধ্যমে জানিয়েছেন, ‘বহুদিন ধরেই আমাদের হোম সিরিজ খেলতে হচ্ছে আরব আমিরাতে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে আমাদের। আমি চেষ্টা করছি অন্তত একটি করে ম্যাচ হলেও তাদের পাকিস্তানের মাঠে এনে খেলানোর। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে আনতে।’

বিজ্ঞাপন

২০১৭ সালটা মনে রাখার মতো হয়েছে পাকিস্তান ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও দলটি বিদেশের মাটিতে ধারাবাহিক ছিল। নাজাম শেঠি যোগ করেন, ‘ক্রিকেটের জন্য গত বছরটি আমাদের ভালো ছিল। ২০১৭ সালটি আমাদের বোর্ডের জন্যও ভালো ছিল। আমরা অনেক কিছুই অর্জন করেছি। সকলের সহযোগী মনোভাব আর টিম স্পিরিটের কারণেই এটি সম্ভব হয়েছে। বেশ কিছু ভালো ম্যাচ আমরা জিতেছি আর এই ধারাবাহিকতা ২০১৮’তেও ধরে রাখার চেষ্টা করা হবে।’

গত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হয়েছিল লাহোরে। সেই ম্যাচের মধ্যদিয়ে পাকিস্তানের মাটিতে আবারো ক্রিকেটের বাজনা বাজতে শুরু করে। এছাড়া, আইসিসি স্বীকৃত বেশ কয়েকটি ম্যাচও আয়োজন করেছিল নিজেদের মাটিতে। নাজাম শেঠি জানান, ‘আমরা লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন করেছি। এরপর আইসিসির সহায়তায় বিশ্ব একাদশ বনাম পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছি। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দল এখানে এসে খেলে গেছে। আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজ এখানে এসে খেলে যাবে।’

শেঠি আরও জানান, ‘এবারের পিএসএলকে লাহোরের পাশাপাশি করাচিতেও নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। পিএসএলের পর ওয়েস্ট ইন্ডিজকে আবারো নিয়ে আসবো। তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে রাজী হয়েছে। আমরা নতুন বছরে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে শীর্ষে থাকার লক্ষ্য হাতে নিয়েছি। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে এখানে এসে খেলানোর চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন