বিজ্ঞাপন

অভিবাসন সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণমাধ্যমের

October 22, 2018 | 8:30 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ শ্যারন ডিমানকে বলেছেন, বিশ্বজুড়ে অভিবাসনের সমস্যা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম।

আজ সোমবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে আইওএম।

শ্যারন ডিমানকে বলেন, অভিবাসীদের দেখভাল করার দায়িত্ব আমরা না নিলে নিরাপদ অভিবাসনের লক্ষ্য পূরণ করা যাবে না। তাই অভিবাসীদের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। অভিবাসন খাতে সমস্যা সবজায়গায় কম বেশি রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা অভিবাসীদের নিয়ে মিডিয়ার নিউজ মনিটর করি। তাতে দেখা যায় ২০ শতাংশ সংবাদ অভিবাসীদের নিয়ে। বাকি সব সংবাদ নানা ধরনের সংকট নিয়ে।

এ সময় তিনি সাংবাদিকদের অভিবাসন নিয়ে আরও গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশ্বজুড়ে অভিবাসনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। উপস্থাপনার বিভিন্ন তথ্য সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরারও পরামর্শ দেন তিনি। আইওএম সদর দফতরের কমিউনিটি এনগেইজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার এমি রডস অভিবাসন সংক্রান্ত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আইওএম কীভাবে মিডিয়ার সঙ্গে কাজ করে সেসব বিষয়ও তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, অভিবাসন খাত নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সুযোগ রয়েছে। শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিষয়ে ভাবলেও অনেক প্রতিবেদন করা যায়। আমরা সবাই যদি একসঙ্গে বসে কাজ করি এই সেক্টরে সুশাসন যেমন আনা সম্ভব, তেমনি সমস্যা কমানো সম্ভব, বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অভিবাসন বিটের সাংবাদিকদের সঙ্গে নিয়মিত এ ধরণের কর্মশালা করলে অনেক প্রতিবেদন করার আইডিয়া পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

বিজ্ঞাপন

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, আমরা চাই না আমার দেশের একটা মেয়ে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হোক, আমরা চাই না আমাদের একজন ভাই সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাক। নির্যাতিত অভিবাসীদের ব্যথা আমাদের সবারই অনুভব করা উচিত।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইওএম-এর ন্যাশনাল কমিউনিকেশন অফিসার চৌধুরী আসিফ মাহমুদ বিন হারুন, অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) সাধারণ সম্পাদক ও ইউএনবির সিনিয়র রিপোর্টার মাসউদুল হক প্রমুখ।

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন