বিজ্ঞাপন

শচীন-কোহলিদের ছাড়িয়ে নতুন মাইলফলকে স্মিথ

January 5, 2018 | 5:41 pm

সারাবাংলা ডেস্ক
২২ গজের ক্রিকেটে শচীন-কোহলি আর স্মিথের হাত ধরে রেকর্ড ভাঙা গড়ার খেলাই চলছে কয়েকবছর ধরে। হালের ক্রিকেটটাও শ্বাসন করছেন হাতে গোনা দু’চারজন খেলোয়াড়। সেই তালিকায় স্টিভ স্মিথের নামটা জুড়ে দিতে হবে অবলীলায়। রেকর্ডের পর রেকর্ড ভেঙে মাইলফলকে পা রাখছেন এই অজি তারকা।

বিজ্ঞাপন

আজকের দিনটাও রাঙালেন তিনি নতুন মাইলফলক ছুঁয়ে। শচীন-কোহলিরা যে রেকর্ড গড়তে পারেন নি সেটাই করে দেখালেন তিনি। গ্যারি সোবার্সের ৫০ বছরের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

ক্যারিবীয় এই কিংবদন্তীর গড়া দ্রুত ৬০০০ হাজার রানের রেকর্ডে নিজের নাম জুঁড়ে দিয়েছেন স্মিথ। ১১১ ইনিংস সোবার্সের পর সমসংখ্যাক ইনিংসে এই মাইলফলক ছুয়েছেন তিনি।

তবে, ক্রিকেট দেবতা ডন ব্রাড ম্যানের রেকর্ড ভাঙতে পারেন তিনি। ৬৮ ইনিংসে ছয় হাজার রান সংগ্রহ করেছিলেন তিনি। যার আসেপাশেও নেই কেউ।

বিজ্ঞাপন

চলমান অ্যাশেজের শেষ ম্যাচে স্টিভ স্মিথ রেকর্ডটি ছুঁয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অজিরাও আছে ভালো অবস্থানে।
সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন