বিজ্ঞাপন

গণহত্যা-ধর্ষণ হয়েছে, রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বললো প্রতিনিধি দল

January 5, 2018 | 5:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ওআইসি প্রতিনিধিরা বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা গণহত্যা, ধর্ষণ ছাড়াও নানা বর্বর নির্যাতনের শিকার হয়েছে।

তারা বলেন, গত দুই দিন আমরা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এবং এর পাশের এলাকা পরিদর্শন করেছি। নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। আমরা জেনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা বর্বর নির্যাতনের শিকার হয়েছে।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ওআইসি প্রতিনিধিরা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পাওয়া এসব তথ্য আমরা ওআইসি’তে তুলে ধরবো।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) বাংলাদেশে সফররত ১৩ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। ওইদিন দুপুরেই জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। এরপর তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন