বিজ্ঞাপন

এমসিসির আজীবন সদস্য রাজ্জাক

January 6, 2018 | 1:48 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। এবার এই ক্লাবের আজীবন সদস্য হলেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

৩৮ বছর বয়সী রাজ্জাকের আগে পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার শহিদ আফ্রিদি, ইউনিস খান ও মিসবাহ-উল-হক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন।

২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে দারুণ ভূমিকা পালন করেন রাজ্জাক।

বিজ্ঞাপন

পাকিস্তানের জার্সিতে ২৬৫ ওয়ানডে খেলেছেন রাজ্জাক। ৩২টি টি-টোয়েন্টি খেলা এই তারকা অলরাউন্ডার সাদা পোশাকে খেলেছেন ৪৬ ম্যাচ। টেস্টে তিনটি সেঞ্চুরি আর সাতটি হাফসেঞ্চুরি রয়েছে রাজ্জাকের। ওয়ানডেতে তিনটি সেঞ্চুরির পাশাপাশি ২৩টি হাফসেঞ্চুরি করেন তিনি।

টেস্ট ম্যাচে ব্যাট হাতে ১ হাজার ৯৪৬ রান করা রাজ্জাক বল হাতে উইকেট নিয়েছেন ১০০টি। ওয়ানডেতে ৫ হাজার ৮০ রান করা রাজ্জাক বল হাতে নিয়েছেন ২৬৯ উইকেট। আর টি-টোয়েন্টিতে সাবেক এই তারকা অলরাউন্ডার ২০টি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন