বিজ্ঞাপন

জাপার নির্বাচনী পরিচালনা বোর্ড গঠন

November 1, 2018 | 3:32 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় দলীয় পার্লামেন্টারি বোর্ড গঠন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে বোর্ড সদস্যদের নাম ঘোষণা করেছেন।

১১ সদস্য বিশিষ্ট এই বোর্ডে গঠনতন্ত্র অনুসারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব। তিনি বোর্ডের সদস্য সচিবও হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১-এর উপধারা ১, ২ ও ৩ এবং ২০ এর ১/ক উপধারা অনুসারে পার্টির এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়।

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন