বিজ্ঞাপন

দাগনভূঞায় বাস উল্টে নিহত ৭

January 6, 2018 | 11:29 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় লক্ষিপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস দাগনভূঞভা আমিরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকসা ও মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চারজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে।

বিজ্ঞাপন

প্রথমে স্থানীয়রা উল্টে যাওয়া বাসে উদ্ধার কার্যক্রম চালায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের ফেনী সদর হাসপাতাল ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

নিহতদের মধ্যে ফেনী সদর হাসপাতালে ৩ জন ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের লাশ রাখা হয়েছে। এদের মধ্যে মো. হানিফ ও মাহবুবর রহমান নামে দুই জনের পরিচয় পাওয়া গেছে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় ৭ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন